Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

মুন্সীগঞ্জ জেলার স্বাস্থ্য বিভাগীয় রুপকল্প (Vision), অভিলক্ষ্য (Mission), কৌশলগত উদ্দেশ্যসমূহ ও কার্যাবলীঃ-

 

১.          রুপকল্প (Vision):-  মুন্সীগঞ্জ জেলায় সকলের জন্য সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা ।

 

২.         অভিলক্ষ্য (Mission):- মুন্সীগঞ্জ জেলার সকল স্তরে স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতের উন্নয়নের মাধ্যমে সবার জন্য সুলভে মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করে একটি সুস্থ্য সবল কর্মক্ষম জনগোষ্ঠী গড়ে তোলা ।

 

৩.         কর্মসম্পাদনের ক্ষেত্র:-

৩.১  জাতীয় শুদ্ধাচার কৌশল ও তথ্য অধিকার বাস্তবায়ন জোরদার করণ।

৩.২  সার্বজনীন স্বাস্থ্য সেবার সুযোগ সম্প্রসারণ স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ।

৩.৩  সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রন জোরদার করণ ।

৩.৪  মা ও শিশুর স্বাস্থ্য সেবা জোরদার করণ ।

৩.৫  স্বাস্থ্য অধিদপ্তরাধীন মানব সম্পদ ইনফরমেশন সিস্টেম (MIS) বাস্তবায়ন।

 

৪.       চ্যালেঞ্জ সমূহ:-

                ৪.১  কোভিড -১৯ মহামারীর কারণে অত্যাবশ্যকীয় ও নিয়মিত স্বাস্থ্য সেবাকে অব্যাহত রাখা ।

                ৪.২  নির্দিষ্ট জনগোষ্ঠীকে কোভিড-১৯ প্রতিরোধ বিষয়ে উদ্ধুদ্ধকরণ ও সুরক্ষা অ্যাপস এর মাধ্যমে রেজিস্ট্রেশন ও টিকাদান

                      কর্মসূচী দ্রুত বাস্তবায়ন করা।

                ৪.৩  কোভিড -১৯ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কন্ট্রাক্টট্রেসিং, পিসিআর টেস্ট বৃদ্ধি ও হাসপাতালে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করণ।

                ৪.৪  কোভিড -১৯ মহামারীর করণে রুটিন ইপিআই, পুষ্টি , কৃমি নিয়ন্ত্রন ও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর মত জাতীয়

                      প্রোগ্রাম সমূহ অব্যাহত রাখা ।

                ৪.৫  সীমিত জনবল ও সম্পদকে সদ্বব্যবহার করে কোভিড -১৯ মহামরী চলাকালীন সময়ে জেলার সবধরনের স্বাস্থ্য সেবাকে

                      স্বাভাবিক অবস্থা বজায় রাখা।

 

৫.         ২০২১-২০২২ অর্থ বছরের অর্জনের সম্ভাব্য(প্রকল্প) সমুহ:-

৫.১        ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হসপাতাল, মুন্সীগঞ্জ এর পূর্ণাঙ্গরুপে চালু করণ ।

৫.২        ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হসপাতাল, মুন্সীগঞ্জ-এ কিডনী ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা ।

৫.৩       মা ও শিশুর মৃত্যু হার হ্রাস করা ।

৫.৪        রুটিন ইপিআই ও কোভিড-১৯ টিকাদান ১০০% অর্জন করা।

৫.৫        জেলা স্বাস্থ্য সেবা কার্যক্রমকে সহজী করনের জন্য উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়ন করা।