১। কমিউনিটি ক্লিনিক প্রকল্পঃ
প্রতি ৬০০০ জন গোষ্ঠীকে এই কেন্দ্র হইতে স্বাস্থ্য সেবা প্রদান করা সরকারের ১টি গুরুত্বপূর্ণ প্রকল্প।
রিহেবিলিটাইজেশনঅবকমউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভ, বাংলাদেশ (আরসিএইচসিআইবি) এর আওতায় মুন্সিগঞ্জ জেলায় প্রস্তাবিত কমউনিটি ক্লিনিকের সংখ্যা ১৪৮ টি। এইপর্যন্তসর্বমোট ১১২টি কমিউনিটি ক্লিনিক চালু করা হইয়াছে এবং ১১টিনির্মাণাধীন আছে। এ প্রকল্পর আওতায় মুন্সিগঞ্জ জেলায় মোট ১৪৮ জন কমিউনিটিহেলথ কেয়ারপ্রোভাইডার (সিএইচসিপি) কর্মরত আছেন। । কর্মরত সিএইচসিপিগনের এবং স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে নিয়মিতভাবে কমিউনিটি ক্লিনিক সমূহে সেবা প্রদান করা হইতেছে।
২। জেনারেল হাসপাতালের শয্যা ১০০ থেকে ২৫০ এ উন্নতীকরণঃ
প্রকল্পটি বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে।
৩। ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি (আই, এইচ, টি) নির্মাণঃ
শ্রীনগর উপজেলার ভাগ্যকুলে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি (আই, এইচ, টি) নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে।
৪। ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল নির্মাণঃ
সিরাজদিখান উপজেলার শেখরনগরে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস